জুড়ীতে কিশোরী নাহিদা আত্মহত্যা করলো

February 27, 2021,

সাইফুল্লাহ হাসান॥ জুড়ী উপজেলায় নাহিদা বেগম (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার ২৭ ফেব্রুয়ারী সকাল ১১টার দিকে উপজেলার বাছিরপুর এলাকার আমতৈল গ্রামের নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নাহিদা বেগম আমতৈল এলাকার আব্দুল জব্বারের মেয়ে। নাহিয়া এলাকার একটি মাদ্রাসায় ৫ ম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে। পরে পরিবারে অভাবের কারনে পড়ালেখা করতে পারেনি।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১ টার দিকে ঘরের তীররে সাথে ওড়না গলায় পেচিয়ে সে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা ডাকাডাকি করে না পেয়ে ঘরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। স্থানীয়দের সহযোগীতায় লাশ নামিয়ে আনেন। পরে পুলিশকে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
পুলিশ আরও জানায়, তাদের সংসার অভাব অনটনের। বাবা দিনমজুর, দিনে আনে দিনে খান। তার একটি ভাই রয়েছে, সেও মানসিক রোগী।
জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, থানায় অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। এবং লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com