জুড়ীতে দুর্ঘটনায় ঠিকাদারের রহস্যময় মৃত্যু

June 12, 2021,

স্টাফ রিপোর্টার॥ জুড়ীতে তৈমুছ আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ঠিকাদার আব্দুল মজিদের (৫০) অটোরিকশার ধাক্কায় রহস্যময় মৃত্যু হয়েছে।
বুধবার ৯ জুন উপজেলার নতুন থানা ভবনের সামনে দুর্ঘটনায় আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত আব্দুল মজিদের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার দোলুয়া গ্রামে।
তাঁর মৃত্যু নিয়ে প্রত্যক্ষদর্শী ও অটোরিকশা চালকের দুই রকমের বক্তব্য পাওয়া গেছে। অটো রিকশা চালক শাহিন মিয়া দুর্ঘটনাস্থল জাঙ্গীরাই ব্রিজের কাছাকাছি বললেও প্রত্যক্ষদর্শী জালাল উদ্দিন গণমাধ্যমে ঘটনাটি নতুন থানার সামনে ঘটেছে বলে জানান। তাঁর মৃত্যুতে নিজ এলাকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। তবে তার মৃত্যুর বিষয়টি নিয়ে কিছুটা রহস্যের সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যুর খবর শুনে এক আত্নীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যময় মৃত্যুর অভিযোগ করেন।
উল্লেখ্য, গত ৬ জুলাই শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর তৈমুছ আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজ দেখভালের দায়িত্বে থাকা প্রকৌশলী আফজাল হোসেন ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের রড ব্যবহারের অভিযোগ করে গণমাধ্যমে বক্তব্য দেন। এরপর ঢাকা থেকে জুড়ীতে এসে ৯ জুলাই দুপুরে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রকৌশলীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ বিজ্ঞপ্তি দেন। প্রতিবাদ বিজ্ঞপ্তিতে তিনি প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের বিভিন্ন অভিযোগ আনেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রকৌশলী আফজাল ও রাহি সাহেব টেকনিক্যাল কলেজ নির্মাণ কাজে বিভিন্নভাবে হয়রানি করছে। কাজের বিল লিখতে তারা পার্সেন্ট ছাড়া কোনো কাজ করে না।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com