জুড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

January 10, 2021,

স্টাফ রিপোর্টার॥ জুড়ী উপজেলায় টাটা পিকআপের সাথে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে হোসাইন আহমদ (২১) নামের একজন নিহত হয়েছেন। রোববার ১০ জানুয়ারি বেলা ১২ টার দিকে লাঠিটিলা রোডের জুড়ী কলেজের সামনে এ ঘটনাটি ঘটে।
ঘটনার পর স্থানীয়রা জুড়ী ৫০ শয্যা হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হোসাইন আহমদ উপজেলার হাসনাবাদ এলাকার মৃত চেরাগ আলীর ছেলে।
পথচারী খোরশেদ আলম বলেন, হঠাৎ বিকট শব্দ শুনি। তার পরে দেখি লোকজনের দৌড়াদৌড়ি শুরু হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি টাটা মিনি পিকাআপের সাথে মোটরসাইকেল সংঘর্ষ হয়। মোটর সাইকেল আরোহীর মাথায় খোলস বের হয়ে গেছে। সাথে সাথে একটা সিএনজিকে এনে হাসপাতালে পাঠাই। পরে ৯৯৯ কল করে পুলিশকে জানালাম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com