জুড়ীর প্রবাসী রেমিট্যান্স সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কালভার্ট তৈরি
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের সমাই বাজার সংলগ্ন জাঙ্গালিয়া এলাকায় প্রায় ২৫-৩০টি পরিবারের মানুষের বসবাস। বাড়ীতে যাতায়াতের রাস্তায় ছোট একটি নালা রয়েছে। কোন কালভার্ট না থাকায় নিজেরা নালার উপর বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করত। জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট বাচ্চারা ও বিদ্যালয়ে যাতায়াত করত এই সাকোঁ দিয়ে।
সম্প্রতি সাঁকোটি ভেঙ্গে পড়ায় লোকজন দুর্ভোগে পড়েন। এলাকাবাসীর এই সমস্যায় পাশে এসে দাড়িয়েছে প্রবাসী রেমিট্যান্স সমাজকল্যাণ পরিষদ সমাই বাজার। বছরের ৫ আগষ্ট এলাকার প্রবাসী এবং দেশে অবস্থানরত মানুষদের নিয়ে গড়ে উঠা এ সংগঠনটি নিজেদের উদ্যোগে ও অর্থায়নে একটি কালভার্ট নির্মাণ করে দেয় সেখানে। এতে করে এলাকার প্রায় ২৫০-৩০০মানুষের যাতায়াতে আর কষ্ট করতে হবে না বলে জানান স্থানীয় বাসিন্দা পারভেজ আহমদ।
তিনি জানান, প্রায় ৪০হাজার টাকা ব্যয় হয়েছে এ কালভার্ট নির্মাণ করতে। ক্লাবের সদস্য বেশীরভাগ প্রবাসীরা আমাদের কে এ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন।
এ সময় স্থানীয় ইউপি সদস্য মুছলিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য মো. আব্দুল্লাহ,হামিদ মাহমুদ সহ ক্লাবের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন