জুড়ীর প্রবাসী রেমিট্যান্স সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কালভার্ট তৈরি

May 9, 2020,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের সমাই বাজার সংলগ্ন জাঙ্গালিয়া এলাকায় প্রায় ২৫-৩০টি পরিবারের মানুষের বসবাস। বাড়ীতে যাতায়াতের রাস্তায় ছোট একটি নালা রয়েছে। কোন কালভার্ট না থাকায় নিজেরা নালার উপর বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করত। জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট বাচ্চারা ও বিদ্যালয়ে যাতায়াত করত এই সাকোঁ দিয়ে।
সম্প্রতি সাঁকোটি ভেঙ্গে পড়ায় লোকজন দুর্ভোগে পড়েন। এলাকাবাসীর এই সমস্যায় পাশে এসে দাড়িয়েছে প্রবাসী রেমিট্যান্স সমাজকল্যাণ পরিষদ সমাই বাজার। বছরের ৫ আগষ্ট এলাকার প্রবাসী এবং দেশে অবস্থানরত মানুষদের নিয়ে গড়ে উঠা এ সংগঠনটি নিজেদের উদ্যোগে ও অর্থায়নে একটি কালভার্ট নির্মাণ করে দেয় সেখানে। এতে করে এলাকার প্রায় ২৫০-৩০০মানুষের যাতায়াতে আর কষ্ট করতে হবে না বলে জানান স্থানীয় বাসিন্দা পারভেজ আহমদ।
তিনি জানান, প্রায় ৪০হাজার টাকা ব্যয় হয়েছে এ কালভার্ট নির্মাণ করতে। ক্লাবের সদস্য বেশীরভাগ প্রবাসীরা আমাদের কে এ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন।
এ সময় স্থানীয় ইউপি সদস্য মুছলিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য মো. আব্দুল্লাহ,হামিদ মাহমুদ সহ ক্লাবের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com