জুড়ী প্রেসক্লাবের ‘নির্বাচন প্রস্তুতি কমিটি’ গঠন

July 19, 2020,

আব্দুর রব॥ জুড়ী প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে শুক্রবার একটি হলরুমে সাংবাদিকদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিতে ২০২০-২২ মেয়াদের কমিটি গঠনের নির্বাচন প্রস্তুতি কমিটি গঠিত হয়েছে।

এনটিভি ইউরোপের জুড়ী-বড়লেখা প্রতিনিধি তানজির আহমেদ রাসেলে র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, আমার দেশ পত্রিকার জুড়ী প্রতিনিধি হারিস মোহাম্মদ, ভোরের কাগজ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, জুড়ী নিউজ টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ইমরানুল ইসলাম, এটিএন বাংলা ইউকে’র জুড়ী প্রতিনিধি মো. মিফতাহ আহমেদ রিটন ও সমাজ চিত্রের সম্পাদক কামরুল হোসেন পলাশ।

সভায় সর্বসম্মতিতে একটি ‘নির্বাচন প্রস্তুতি কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- তানজির আহমেদ রাসেল, এমএম শামছুল ইসলাম, সাইফুল ইসলাম সুমন, ইমরানুল ইসলাম ও মো. মিফতাহ আহমেদ রিটন।

নির্বাচন প্রস্তুতি কমিটিকে পুরাতন সদস্যপদ হালনাগাদ, নতুন সদস্য সংগ্রহ, সদস্য ও ভোটার তালিকা প্রণয়ন করে আগামী ২ মাসের মধ্যে নতুন কার্যকরী কমিটি গঠনের উদ্যোগ নিতে দায়িত্ব দেয়া হয়েছে।

উল্লেখ্য ১৯৯৮ সালে জুড়ী প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com