জেলা পরিষদ ৬নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত কুলাউড়ার মাহবুবুর রহমান

October 4, 2020,

স্টাফ রিপোর্টার॥ জেলা পরিষদের উপ নির্বাচনে ৬নং ওয়ার্ডের শুন্য পদে কুলাউড়ার  মাহবুবুর রহমান (মান্না)-কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ সদস্য নির্বাচিত ঘোষনা করেছেন জেলা নির্বাচন অফিসার।

৪ অক্টোবর রোববার মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা পরিষদ উপ নির্বাচনে জেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১৬ এর ২১ (১) বিধি অনুযায়ী ৬ নং ওয়ার্ডে মাহবুবুর রহমান একমাত্র প্রার্থী থাকায় তাকে নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, জেলা পরিষদের প্রথম নির্বাচনে ৬নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য আব্দুল মানিক গত ১৬ আগস্ট মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন পদ শুন্য ঘোষণা করে। উক্ত শূন্য পদে মরহুম আব্দুল মানিকের বড় ছেলে মাহবুবুর রহমান মান্না প্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com