ঝড়ের খেলা
June 10, 2020,

সায়েক আহমদ॥
হঠাৎ
করে
কড়াৎ
ডেকে
পড়ল
দূরে
বাজ!
মেঘের
সাথে
বিজলী
যেন
করছে
খেলা
আজ।
আসবে
ঝড়
একটু
পর
ভীষণতর
সাজে!
গাছপালা
সব
পড়বে
নুয়ে
মিষ্টিমধুর
লাজে!
কালবোশেখীর
এমন
দিনে
ঝড়ের
বসে
মেলা!
ঘরবাড়ি
সব
ভেঙ্গে
ফেলা
সেটাই
ঝড়ের
খেলা!
[সায়েক আহমদ, প্রাবন্ধিক, কলাম লেখক, শিশু সাহিত্যিক, ০১৭১২৯৬২৩৯৩]
মন্তব্য করুন