ডাকাতের হামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা আহত : মালামাল লুট

January 9, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ও ব্যবসায়ী জহিরুল হকের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে।

গতকাল ৮ জানুয়ারি রাতে সদর উপজেলার কামালপুর ইউনিয়নের ত্রৈলোক্যবিজয় এলাকায় এ ঘটনাটি ঘটে। সংঘবদ্ধ ১৫-২০ জনের ডাকাত দল রাত ২টায় গেইটের গ্রীলের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে পরিবারের সবাইকে বেধেঁ একটি কক্ষে আটকিয়ে আলমারির দরজা ভেঁঙ্গে নগদ ৩০ হাজার টাকা, ১০ভরি স্বর্ণালংকার ও ৩টি মোবাইল ফোনসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতরা স্বেচ্ছাসেবকলীগ নেতা জহিরুল হক ও তার মা ফাতেমা বেগমকে বেদড়ক মারপিট করে। পরে তাদের চিৎকার শোনে প্রতিবেশীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করেন। বর্তমানে জহিরুল হক ও তার মা মৌভলীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com