ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

পলি রানী দেবনাথ॥ “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ নভেম্বর সোমবার জুম অনলাইন প্লাটফর্মে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম এর সভাপতি মোঃ নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলাউদ্দিন। আলোচনা সভায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম এর কার্যক্রম,আজকের কর্মসূচির লক্ষ্যে ও উদ্দেশ্য জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন পরিতোষ দেব, সেক্রেটারী, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম।
জাতীয় যুব দিবসের সংক্ষিপ্ত ধারনা পত্র উপস্থাপন করেন ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম এর সভাপতি মোঃ নজরুল ইসলাম মুহিব।
পরে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন, জেলা প্রোগ্রাম অফিসার আবু কাউসার সহ প্রমূখ।
মন্তব্য করুন