তথ্য অফিসের ব্যবস্থাপনায় মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

November 15, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

১৫ নভেম্বর রবিবার মৌলভীবাজার জাতীয় মহিলা সংস্থা হল রুমে, মৌলভীবাজার মহিলা সংস্থার চেয়ারম্যান রেজিয়া রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ আব্দুছ ছাত্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে। বিশেষ অথিতির বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন ।

অনুষ্ঠানে প্রায় দেড়শতাধিক মহিলা উপস্থিত ছিলেন। বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা, প্রধান মন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিবাহ, নারীর ক্ষমতায়ন, করোনা সংক্রমন প্রতিরোধ বিষয়ে ব্যাপক আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com