তাকরীম ফাউন্ডেশনকে সংবর্ধিত করলেন পৌর মেয়র

স্টাফ রিপোর্টার॥ কোভিড -১৯ (সন্দেহভাজন বা নিশ্চত) রোগে মৃত ব্যক্তির দাফন বা দাহ্য কাজে নিয়োজিত-সেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফাইন্ডেশনকে সংবর্ধিত করেছে মৌলভীবাজার পৌরসভা।
রোববার ১৪ জুন দূপুরে পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ফয়সল আহমদ, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মনবীর রায় মন্জু, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব আয়াছ আহমদ, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ, বিলাশ ডিপার্টমেন্টাল ষ্টোর এর সত্বাধিকারী সুমন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আহমদ আলী জুবু ও তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার এর সদর উপজেলার প্রত্যেক সদস্যগন।
পৌর মেয়র ফজলুর রহমান বলেন এ দূঃসময়ে আর্তমানবতায় নিয়োজিত থাকায় তাকরীম ফাউন্ডেশনকে ধন্যবাদ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। যে কোনো প্রয়োজনে তাকরীম ফাউন্ডেশন পাশে থেকে সার্বিক সহযোগিতায় তিনি ও উনার কাউন্সিলর বৃন্দ পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
উপস্থিত বিলাস ডিপার্টমেন্টাল ষ্টোরের পরিচালক সুমন আহেমদ তার বক্ত্যবে তিনি তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার এর সদস্যদেরকে করোনা দূর্যোগে পাশে থাকায় ধন্যবাদ জানান।
এসময় তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার টিম প্রধান সাইফুল ইসলাম সরকার (জুনেদ) ও টিম সমন্নয়কারী সুমন আহমদ তাকরীম ফাউন্ডেশন এর সকল সদস্যের পক্ষ থেকে পৌর মেয়র ও কাউন্সিলর বৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শেষে বিলাসের পক্ষ থেকে পৌর মেয়র ও কাউন্সিলর এর মাধ্যমে ২০ সেট পিপিই ও দুইটি জিবানু নাশক স্পে তাকরীম ফাউন্ডেশন কে প্রদান করেন।
মন্তব্য করুন