তাকরীম ফাউন্ডেশন এর পাশে ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন

স্টাফ রিপোর্টার॥ ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন ইন্টান্যাশনাল ডিস্ট্রিক-৩২৮ এর উদ্যোগে লাশ দাফন কাপনের সামগ্রী তাকরীম ফাউন্ডেশন নিকট হস্তান্তর করা হয়েছে।
২ নভেম্বর মঙ্গলবার সন্ধায় মৌলভীবাজারে বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েন মিলনায়তনের এ সামগ্রী বিতরন করা হয়। ইনার হুইল ক্লাব এর সভানেত্রী ইসমত আরা মুন্নীর সভাপতিত্বে এবং মাধুরী মজুমদারের পরিচালনায় উপকরণ সমাগ্রী বিতরণ করেন বেগম নুরজাহান সুয়ারা ও সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। বিতরণ অনুন্ঠানে স্বাগত বক্তব্য সংগঠনের সাধারন সম্পাদক সৈয়দা মাহবুবা রহমান।
বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাতেমা জহুরা বিউটি,রোকেয়া মাহবুব চৌধুরী, অপরাজিতা রায়,নিলুফার জেসমিন মুক্তি,তাকরীম ফাউন্ডেশন এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার প্রমুখ। পরে অতিথিদের কাজ থেকে তাকরীম ফাউন্ডেশন এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার তার সহযোগিরা উপকরন সামগ্রী গ্রহন করেন।
মন্তব্য করুন