দলীয় মেয়র প্রার্থী অলির জন্য ভোট চেয়ে নাসের রহমানের গণসংযোগ

January 13, 2021,

মোঃ আব্দুল কাইয়ুম॥ ৩০ জানুয়ারি তৃতীয়ধাপের অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে মৌলভীবাজার পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোঃ অলিউর রহমানকে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আনুষ্ঠানিক নির্বাচনী গণসংযোগে অংশ নিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম.নাসের রহমান।
মঙ্গলবার ১২ জানুয়ারি সকাল ১১টার দিকে শহরের পুরাতন হাসপাতাল সড়কে অবস্থিত বিএনপি দলীয় মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন নাসের রহমান। এসময় সাবেক সাংসদ নাসের রহমানের সাথে ছিলেন, বিএনপির মেয়র প্রার্থী অলিউর রহমান,জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রকিব সাবু, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মনোয়ার আহমেদ রহমান, আহবায়ক মুজিবুর রহমান মজনু ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জলসহ দলীয় নেতারা।
উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাদের সাথে নিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় নাসের রহমান শহরের পুরাতন হাসপাতাল সড়কের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান,রিক্সা ও ভ্যানচালক,সাধারণ প্রথচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছে দলীয় মেয়র প্রার্থীর পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এসময় তিনি ভোটার কাছে ধানের শীষ প্রতীকে ভোট দিতে অনুরোধ করেন তিনি।
এর আগে ১১ জানুয়ারী সোমবার বিএনপির মেয়র প্রার্থী মোঃ অলিউর রহমান রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে দলীয় ধানের শীষ প্রতীক বরাদ্ধ পেলেও এদিন নির্বাচনী গণসংযোগ শুরু করেননি।
এদিকে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আলহাজ্ব ফজলুর রহমান দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের ৯নং ওয়ার্ডে মঙ্গলবার বিকেলের দিকে নৌকা প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালান। এছাড়াও একই দিনে পৌর এলাকার ২নং ওয়ার্ডেও নির্বাচনী প্রচারণায় অংশ নিবেন বলে জানান নৌকার প্রার্থী ফজলুর রহমান। সবমিলিয়ে বিএনপি-আওয়ামীলীগ প্রার্থীর জমজমাট নির্বাচনী লড়াই আর ব্যাপক প্রচারণায় শহরজুড়ে সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com