দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি মৌলভীবাজারে

November 2, 2021,

সাইফুল্লাহ হাসান মৌলভীবাজারে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার ২ নভেম্বর সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা রেকর্ড করা হয়।

মৌলভীবাজারস্থ শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাপমাত্রা নিচে নামার কারণে চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের বাড়ছে শীতের তীব্রতা। সকালে ও গতরাতে কন কনে শীত ও ঘন কুয়াশার কারণে সাধারণ হাওরপাড় ও চা বাগান এলাকাসহ শ্রমজীবি মানুষ ভোগান্তিতে পরেছেন। কনকনে ঠাণ্ডায় ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিলো পুরো জেলা।

আবহাওয়াবিদ আনিসুর রহমান আরও জানান, শ্রীমঙ্গলে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে। এখন থেকে তাপমাত্রা কমতে থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com