দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃ/ত্যু/তে এম নাসের রহমানের শোক

স্টাফ রিপোর্টার : একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আমার দেশ এর সম্পাদক মাহমুদুর রহমানের মা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
এক শোকবার্তায় এম নাসের রহমান বলেন, অধ্যাপিকা মাহমুদা বেগম ছিলেন দেশের শিক্ষা অঙ্গনের এক আলোকবর্তিকা। ছয় দশকেরও বেশি সময় তিনি শিক্ষকতা পেশায় যুক্ত থেকে হাজারো শিক্ষার্থীকে জ্ঞানের আলোয় আলোকিত করেছেন। তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষাবিদ ও নীতির প্রশ্নে অটল নারী।
তিনি আরও বলেন, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ দেশের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি বাংলা বিভাগের অধ্যাপনায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। দৈনিক আমার দেশ পাবলিকেশন্স-এর ভাইস চেয়ারম্যান হিসেবেও তিনি ভূমিকা রেখেছেন।
নাসের রহমান বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন, শুধুমাত্র মাহমুদুর রহমানের মা হওয়ার কারণে মিথ্যা মামলা ও হয়রানির মধ্য দিয়ে যেতে হয়েছে এই মহীয়সী নারীকে। এটি আমাদের দেশের দুঃখজনক রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি।
নাসের রহমান বলেন, “অধ্যাপিকা মাহমুদা বেগম ছিলেন শিক্ষা, মূল্যবোধ ও সাহসিকতার প্রতীক। ছয় দশকের বেশি সময় শিক্ষকতা করে তিনি সমাজের জন্য যে আলো ছড়িয়েছেন, তা জাতির জন্য অনন্য দৃষ্টান্ত। শুধু একজন শিক্ষাবিদ হিসেবেই নয়, একজন দায়িত্বশীল মা এবং সচেতন নাগরিক হিসেবেও তিনি সম্মানিত।
দুঃখজনকভাবে, আওয়ামী সরকারের সময় তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। মাহমুদুর রহমানের মা হওয়ার কারণেই তাকে মিথ্যা মামলা ও হয়রানির মুখে পড়তে হয়—যা ছিল অমানবিক ও লজ্জাজনক। আমরা তার মতো আলোকিত মানুষের অবদান চিরকাল স্মরণে রাখব।
তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও গুণগ্রাহীজনের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্তব্য করুন