নিখোঁজের ২৮ ঘণ্টা পর ভেসে উঠল সুজনের মরদেহ

স্টাফ রিপোর্টার॥ বড়লেখা উপজেলায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর এক যুবকের মরদেহ ভেসে উঠেছে।
৫ জুন রোববার বিকেলের দিকে বরুদল নদীর ফকিরা বাজার এলাকায় মরদেহটি ভেসে ওঠে।নিখোঁজের ২৮ ঘণ্টা পর ভেসে উঠল সুজনের মরদেহ জানা গেছে, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের বরুদল নদীতে ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে নিখোঁজ হন মোহাম্মদ সুজন নামের এক যুবক। নদীতে ডুবুরিদল অনেক তল্লাশি করেও তার খোঁজ পাননি। অবশেষে তার মরদেহ ভেসে ওঠে।
পুলিশ জানিয়েছে, শনিবার ৪ জুন সকাল ৯টার দিকে মোহাম্মদ সুজন ব্যবসায়িক কাজে ইঞ্জিলচালিত একটি নৌকায় করে যাচ্ছিলেন। হঠাৎ অসাবধানবশত নদীতে পড়ে নিখোঁজ হন। প্রথমে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তারা নদীতে নেমে তল্লাশি চালিয়ে তার কোনো খোঁজ পায়নি।
পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। পরে উদ্ধার কাজ স্থগিত করা হয়। এরপর আজ বিকেলের দিকে দীর্ঘ ২৮ ঘণ্টা পর ফকিরা বাজার এলাকায় তার মরদেহ ভেসে ওঠে।
মোহাম্মদ সুজন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের নূরজাহানপুর এলাকার বাসিন্দা ইব্রাহিম মিয়ার ছেলে।
মন্তব্য করুন