পরিকল্পনামন্ত্রীর সাথে ৪ মেয়রের সাক্ষাৎ

February 20, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের ৪ পৌরসভার নব নির্বাচিত মেয়রেরা পরিকল্পনা মন্ত্রী এম এ মন্নান এমপির সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন।
১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার মৌলভীবাজার সার্কিট হাউসে মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার আহমদ ও বড়লেখা পৌরসভার মেয়র আবু ইমাম মোহাম্মদ কামরান এ সাক্ষাতে মিলিত হন।
এ সময় মেয়রদের সঙ্গে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সাক্ষাতের প্রথমেই মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়রবৃন্দ।
সাক্ষাতে পরিকল্পনা মন্ত্রী মেয়রদের সঙ্গে বর্তমান সরকারের বিগত বছরের উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্পসমুহ নিয়ে আলোচনা করেন।
মেয়রদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সকল জনগণের দ্রুত জীবনমান উন্নয়নের জন্য উন্নয়ন পরিকল্পনা নিশ্চিত করছে। বর্তমান সরকার জনমুখী। জনগণের জীবনমান উন্নয়নে সরকারের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পৌরসভার মেয়রদের কাজ করতে হবে। এতে সরকারের সকল ধরনের সহযোগিতা রয়েছে।
এ সময় পৌরসভার মেয়রবৃন্দ বলেন, আওয়ামীলীগ সরকারের মনোনীত হয়ে সরকারের সকল উন্নয়নে আরও অবদান রাখতে তারা বদ্ধ পরিকর।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com