পশুর হাটে ভ্রাম্যমান আদালত ২৫টি মামলায় ১৪ হাজার টাকা অর্থদণ্ড
July 30, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার সদর উপজেলার বিভিন্ন স্থানে পশুর হাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। স্থানগুলো হচ্ছে দীঘির পাড়, কাগাবলা বাজার, সরকার বাজার।
৩০ জুলাই বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ২৫টি মামলায় মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুনজিত কুমার চন্দ, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ সুমন চন্দ্র দাশ, মরিয়ম জাহান, আসমা উল হুসনা, সানজিদা রহমান, হুমায়রা সুলতানা এবং অর্ণব মালাকার। এছাড়া আগত ক্রেতা ও বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হয় এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
মন্তব্য করুন