পাট উদ্যোক্তাদের প্রশিক্ষণ

February 6, 2021,

স্টাফ রিপোর্টারমৌলভীবাজারে ১০ দিন ব্যাপি পাট উদ্যোক্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। সবুজছায়া মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং নরসিংদী বহুমুখী পাটশিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্রের সহযোগীতায় ৬ ফেব্রুয়ারী শনিবার শনিবার দুপুরে মৌলভীবাজার ইএজডিপি কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে’র সভাপতিত্বে ও ইএসডিপি’র জেলা প্রশিক্ষণ সমন্বয়ক মোঃ নিয়াজ মুর্শেদের পরিচালনায় বক্তব্য রাখেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম, জেডিপিসি’র লিয়াজু অফিসার মোহাম্মদ আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, নরসিংদী জেডিপিসি সেন্টার ইনচার্জ মাজেদুর রহমান ভূঁইয়া, বিসিক উপ-ব্যবস্থাপক মোঃ জহুরুল হক, ব্যাংক এশিয়ার মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক সৈয়দ শওকত আলী, ইএসডিপির প্রশিক্ষক ড. মোহাম্মদ আবু তাহের, জেলা সমবায় অফিসার আব্দুর রহিম, সবুজছায়া মহিলা উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্ঠা ও পাট উদ্যোক্তা মোঃ রবিউল ইসলাম রাসেল, সবুজছায়া মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী মোছাঃ সালেহা বেগম বৃষ্টি, জেলা আইসিটি অফিসার কাওছার আহমদ, আওয়ামীলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম, উদ্যোক্তা এম এ সামাদ ও মোঃ কামরুল ইসলাম শাহান প্রমুখ।

বক্তারা বলেন, সোনালী হাঁস পাট শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় আজকের এই প্রশিক্ষণ। এ শিল্পের বিকাশ ও প্রসারের জন্য পাট ও বস্ত্র মন্ত্রণালয় জেলা পর্যায়ে অনেক বিনিয়োগও করেছে। প্রশিক্ষণার্থীদের মাঠ পর্যায়ে কাজ করার আহব্বান করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com