পুলিশের সেবা গ্রহণের জন্য মানসিকতা তৈরী করতে হবে -পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

আব্দুর রব॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একধরণের ভীতি কাজ করতো। তবে এখন তা অনেকাংশে দুর হয়েছে। করোনাকালে জীবণের ঝুঁকি নিয়ে পুলিশ দেশব্যাপি মানুষের পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছে পুলিশই জনগণ আর জনগণই পুলিশ। পুলিশের সেবা গ্রহণের জন্য জনগণকে মানসিকতা তৈরী করতে হবে। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছতে পারলে অপরাধ হ্রাস পায়। বড়ধরণের দুর্ঘটনার কবল থেকে এলাকাবাসী রক্ষা পায়। তিনি ৯ অক্টোবর শুক্রবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা থানায় ইউনিয়ন ভিত্তিক মোবাইল সেবা প্রদানের জন্য পুলিশ সুপারের দেয়া নতুন পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর উপলক্ষে থানা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাদেক কাওছার দস্তগীর।
মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর সভাপতিত্বে ও থানার সেকেন্ড অফিসার এসআই প্রভাকর রায়ের পরিচালনায় বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভবন নির্মাণ, পুলিশ সদস্য বৃদ্ধি ও যানবাহন প্রদানের দাবী উঠলে পরিবেশমন্ত্রী দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়নের আশ্বাস দিয়ে আরো বলেন, খুব শিগগির বড়লেখা উপজেলাকে মাদক ও ইভটিজিং মুক্ত করার প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
মন্তব্য করুন