পুলিশ ও পৌর প্রশাসনের জনসচেতনতা ও সতর্কতা মূলক ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার॥ পরিত্র মাহে রমজানে শহরকে যানযট ও ফুটপাত দখল মুক্ত রাখতে মৌলভীবাজার পুলিশ প্রশাসন ও পৌর প্রশাসন যৌথভাবে জনসচেতনতা ও সতর্কতা মূলক ক্যাস্পেইন শুরু করেছেন।
২৮ মে শনিবার সাধারন মানুষের চলাচলে ভোগান্তি কমাতে মৌলভীবাজার পৌর এলাকায় বিভিন্ন সড়কে এবং দোকানে দোকানে জনসচেতনতা ও সতর্কতা মূলক ক্যাম্পেইন পরিচালিত হচ্ছ্ ে। এ ক্যাম্পেইনের নেতৃত্বে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল ও মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান। এছাড়া পৌর প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ব্যবসায়ী এবং চালকদের যত্রতত্র গাড়ী পার্কিং, দোকানের সামনে পন্য সামগ্রী রেখে ফুটপাত দখল, সকাল থেকে রাত ৯টা পর্যন্ত মালবাহী বড় বড় ট্রাক শহরে প্রবেশ নিষিদ্ধ সহ নানা সচেতনতা মূলক পরামর্শ ও সতর্ক করে দেন ক্যাম্পেইন পরিচালনাকারীরা।
মন্তব্য করুন