পুলিশ দম্পতি কোভিড-১৯ করোনা ভাইরাস থেকে মুক্ত

June 29, 2020,

স্টাফ রিপোর্টার॥  কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত মৌলভীবাজারে কর্মরত পুলিশ দম্পতি সুস্থ হয়ে উঠছেন। তারা সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনা থেকে সুস্থ হলে রোববার ২৯ জুন সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে ছাড়পত্র পান।

এএসআই রুমন মিয়া  জানান, রোববার ২৮ জুন তাদের নমুনা পরীক্ষা করে কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

মৌলভীবাজার জেলার বিশেষ শাখা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুমন মিয়া (৩৫) ও তার স্ত্রী কোট পুলিশের (এএসআই) পারভিন সুলতানা (৩০) করোনায় আক্রান্ত হলে তাদের  শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য বুধবার ১৭ জুন তাদের দুজনের করোনায় আক্রান্ত রিপোর্ট পজেটিভ হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com