পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ জাকারিয়া সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ নির্বাচিত

September 10, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন।
বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর সকালে বিভাগীয় সদর দপ্তরের সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সিলেট রেঞ্জের জেলাসমূহের অপরাধ সংক্রান্ত বিষয়ে মতামত গ্রহণ করে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) বিপ্লব বিজয় তালুকদার, সিলেট কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আরআরএফ, মোঃ মাহমুদুর রহমান, সুনামগঞ্জ পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিলেট রেঞ্জের পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স) নুরুল ইসলাম, মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলী, পুলিশ সুপার(ওএন্ডটি) মোহাম্মদ শাহিনুর আলম খান, পুলিশ সুপার (মিডিয়া এন্ড ক্রাইম এনালাইসিস) মোঃ জেদান আল মুসা, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া এন্ড ক্রাইম এনালাইসিস) রাজীব কুমার দেব, সিলেট রেঞ্জের সহকারী পুলিশ সুপার, স্টাফ অফিসার টু ডিআইজি মোঃ নাজিম উদ্দিন।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রনীত সিলেট রেঞ্জ অফিসে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠত্ব পুরস্কৃত করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই বছরের মে, জুন ও জুলাই মাসের সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে পুরস্কৃত করা হয় জেলার কুলাউড়া সার্কেলের সাদেক কাওছার দস্তগীরকে
ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় মে এবং জুলাই মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত করা হয় বিনয় ভূষন রায়, অফিসার ইনচার্জ, কুলাউড়া থানা।
ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় (জুন) মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হন জাহাঙ্গীর হোসেন সরদার, অফিসার ইনচার্জ, বড়লেখা থানা।
ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় জুন মাসে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পুরস্কার গ্রহন করেন মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তুজা।
ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় জুলাই মাসে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পুরস্কৃত হন কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ।
ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় (জুন) শ্রেষ্ঠ এসআই (নিঃ) হিসেবে পুরস্কৃত হন মোহাম্মদ আসাদুর রহমান, শ্রীমঙ্গল থানা।
ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় (জুলাই) শ্রেষ্ঠ এসআই (নিঃ) হিসেবে পুরস্কৃত হন ইমতিয়াজ সরকার, সদর মডেল থানা।
এছাড়াও ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় (জুলাই) শ্রেষ্ঠ এএসআই (নিঃ) হিসেবে পুরস্কার গ্রহন করেন মাহবুব আলম, মৌলভীবাজার মডেল থানা।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি, সিলেট রেঞ্জ বিপ্লব বিজয় তালুকদার, রেঞ্জ অফিসের এসপি, জেলার এসপি পুরস্কার গ্রহনে মনোনীত বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com