পুষ্টি সম্পর্কে ধারনা ও পুষ্টি উন্নয়নে সাংবাদিকদের ভুমিকা শীর্ষক ওরিয়েন্টশন

September 10, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পুষ্টি সমন্বয় কমিটির নেতৃত্বে, জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের “পুষ্টির উপর সম্যক ধারণা ও পুষ্টি উন্নয়ণ” শীর্ষক একদিনের ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পিতবার ১০ সেপ্টেম্বর সকালে শহরের একটি আবাসিক হোটেলের কনফারেন্স রুমে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন এর পুষ্টি উন্নয়নমূলক প্রকল্প “সূচনা কর্মসূচী” সাংবাদিকদের জন্য এই অনুষ্ঠান আয়োজন করে।

সিভিল সার্জন তওহীদ আহমেদ সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামানুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে জেলা ও বিভিন্ন উপজেলার সাংবাদিকগন অংশগ্রহণ করেন। এসময় সাংবাদিকরা বিভিন্ন মতামত, পরামর্শ ও  পুষ্টির সার্বিক উন্নয়নে অঙ্গীকার ব্যক্ত করেন।

সাংবাদিকদের মধ্যে বাংলাদেশে পুষ্টির বর্তমান অবস্থা, মৌলভীবাজার জেলার পুষ্টি সম্পর্কে ধারনা প্রদান ও তার উন্নয়নের বিভিন্ন বিয়য়ে সেভ দ্য চিলড্রেন এর সিনিয়র টেকনিক্যাল এ্যাডভাইজার ড. রাইসুল হক আলোচনা করেন। পুষ্টি উন্নয়নে সাংবাদিকদের কার্যকরী ভুমিকা সম্পর্কে জেলা তথ্য অফিসার  আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com