পূর্ববেরী বিলে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ নিধন

নজরুল ইসলাম মুহিব॥ কিছু অসাধু মাছ ব্যবসাহী উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে মাছ নিধনে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার ২০ ফেব্রুয়ারি বিকেলে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে জাল ও প্রয়োনীয় মাছ রাখার জিনিষপত্র জব্দ করে।
স্থানীয় সুত্র জানায়, জেলার আওতাধীন সদর উপজেলার শেরপুরে পূর্ববেরী বিল বদ্ধ জলমহালে হাইকোর্ট ডিভিশন কতৃক গত ১৪ই ফেব্রুয়ারি ২০২১ পূর্ববেরি বিলটিতে রুল জারি এবং অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন। কুশিয়ারা মৎসজীবি সমিতির পক্ষে রিট আপিলটি করেন ব্যারিষ্টার ফয়েজ উদ্দিন আহমেদ। উল্লেখিত জলমহলের ইজারাতে তিনটি মৎস্যজীবী সমবায় সমিতি অংশ গ্রহন করে। সমিতিগুলো হলো কুশিয়ারা মৎস্যজীবী সমিতি, জয়বাংলা মৎস্যজীবী সমিতি ও আলোর দিশারী মৎস্যজীবী সমিতি।
কুশিয়ারা সমিতিকে সদর উপজেলা নির্বাহি অফিসার শরিফুল ইসলাম বিধি অনুযায়ী দেওয়ার সুপারিশ করলে ও এই সমিতিকে না দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা জয়বাংলা সমিতির পক্ষে অনিয়ম ভেংগে বিধি বহিভুতভাবে ইজারা প্রদান করলে কুশিয়ারা সমিতি হাইকোর্টে আপিল রিট পিটিশন দাখিল করলে উচ্চ আদালত রুল জারি এবং তিন মাসের অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন। কিন্তু জয়বাংলা সমিতি তাদের লোকজন নিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরন করতে থাকে।
শেরপুর পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদেরকে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কথা বলে সতর্ক করেন। জয়বাংলা মৎস্যজীবী সমবায় সমিতি এতে কোন কর্ণপাত না করে দলবল নিয়ে বিলে মাছ আহরন করতে থাকে। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি সরজমিনে গিয়ে ঘটনাস্থল থেকে জাল সহ মাছ আহরনের জিনিষপত্র জব্দ করে উচ্চতর আদালতের নিষেধাজ্ঞা জারি করে।
মন্তব্য করুন