পৌরসভার উদ্যোগে বাসা-বাড়ি ও রাস্তার পাশ থেকে সন্ধ্যার আগে কুরবানির বর্জ্য অপসারণ

July 21, 2021,

স্টাফ রিপোর্টার॥ ঈদুল আজহার পশু কোরবানি শেষে সন্ধ্যার আগেই মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে বাসা-বাড়ি ও রাস্তার পাশ থেকে সন্ধ্যার মধ্যেই কুরবানির বর্জ্য অপসারণ করা হয় ।
পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের তত্ত্বাবধানে কুরবানির বর্জ্য অপসারণে মাঠে ছিলেন পৌর কাউন্সিলর জালাল আহমদ ও পার্থ সারথি পাল এবং কনজারভেন্সি ইন্সপেক্টর আব্দুল মতিন, উপ সহকারী প্রকৌশলী রনধীর রায়।
পৌর মেয়র জানান, ২১ জুলাই বুধবার সকাল ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ৭০ জন পরিচ্ছন্নতা কর্মী শহরের অলিগলি-পাড়া মহল্লার কুরবানির বর্জ্য অপসারণে নামেন। এতে ব্যবহার করা হয় ১১টি ট্রাক ও পিকআপ। ড্রেন ও পশু জবাইয়ের স্থানে ছিটানো হয় ব্লিচিং পাউডার। এরপর পানি দিয়ে চলে বর্জ্য অপসারণ।
তিনি আরও বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই মৌলভীবাজার শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট ছিলাম। শহরবাসী যেন কুরবানির বর্জ্য এবং দুর্গন্ধে না ভোগেন সে জন্য বিগত বছরগুলোতে চেষ্টা করেছি। কুরবানির বর্জ্যের দুর্গন্ধ সৃষ্টি হওয়ার আগেই অপসারণ করা হয়। একটি পরিস্কার-পরিচ্ছন্ন শহর গড়তে সকল পৌর নাগরিকদের সহযোগিতা চান তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com