প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে নিরলস কাজ করে যাচ্ছেন আবু জাফর রাজু

স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার ২ মোঃ আবু জাফর রাজু প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, সাবেক বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি, মরহুম আব্দুল জব্বার সারাটা জীবন মানুষের কল্যানে কাজ করে গেছেন, অতি সাদামাটা জীবন ছিল আমার বাবার। আবার বাবা প্রায়ই মৌলভীবাজারে আসলে সিএনজি বা বাস যোগে যাওয়া আসা করতেন। তিনি সকল মানুষকে সহজেই আপন করে নিতেন, তিনি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর।
বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষায় সকলকে এক যোগে কাজ করার উদার আহবান জানান তিনি।বাবার মত যেন আমরাও দেশের জন্য ও দেশের মানুষের কল্যানে কাজ করতে পারি সে জন্য সকলের কাছে দোয়া চাই। তিনি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আজিজুর রহমান ও প্রয়াত সমাজকল্যামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর আত্মার মাগফিরাত কামনা করেন।করোনা পরিস্থিতি না থাকলে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রসায় কামিল স্তর পর্যন্ত এমপিও ভুক্তি হয়ে যেতো। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের জন্য নিরলসভাবে কাজ কওে যাচ্ছেন তিনি অল্প সময়ের মধ্যে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন।জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে দলমত নির্বিশেষে সকলকে দেশের কল্যাণে কাজ করতে হবে।বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর দুপুরে মাদ্রাসার মিলনায়তনে অনুষ্টিত গভর্নিং বডির সিনিয়র সহ সভাপতি মুহিবুর রহমান তরফদার এর সভাপতিত্বে, মাওলানা আব্দুল আলিম এর সঞ্চালনায়, সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মওলানা মুফতি সামছুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা আওযামীলীগের সাধারন সম্পাদক আ.স.ম কামরুল ইসলাম, গভর্নিং বডির সদস্য, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, উপাধ্যক্ষ আমিনুল ইসলাম, জেলা জামে মসজিদের সহ সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক এডঃ জয়নাল আবেদীন, গভর্নিং বডির সদস্য মাওলানা সৈয়দ করম আলী, গভর্নিং বডির সদস্য মোজাম্মেল হোসেন শরিফ, শেখ নুরুল ইসলাম, দাতা সদস্য ফখরুল ইসলাম, বাংলার দিন পত্রিকার প্রধান প্রতিবেদক মাহমুদুর রহমান মাহমুদ-সাংবাদিক মোঃ আব্দুল কালাম, সহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
আলোচনা সভার শুরুতে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ মোঃ আবু জাফর রাজুকে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসায় আগমন উপলক্ষে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার কামিল স্তর পর্যন্ত এমপিও ভুক্তির জন্য আবেদন জানানো হয়। মাদ্রাসার ৫ তলা বিশিষ্ট একটি ছাত্রাবাস নির্মাণ, মাদ্রাসার নাম পরিবর্তন সহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়।
মন্তব্য করুন