প্রবীণ সমাজসেবক আব্দুল মুকিতের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল

January 23, 2023,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা বিএনপির সহ-সভাপতি, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন রক্ষা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আব্দুল মুকিত লুলু হাজীর মৃত্যুতে রোববার ২২ জানুয়ারি সন্ধ্যার পর তাঁর স্মরণে দক্ষিণভাগ বাজারে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন রক্ষা কমিটি এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। গত ৯ জানুয়ারি ভোররাতে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে আলহাজ্ব আব্দুল মুকিত লুলু হাজী ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫।

ইউনিয়ন রক্ষা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রঞ্জিত কুমার পালের সভাপতিত্বে ও কমিটির সদস্য মুজিবুর রহমান জয়নালের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, মরহুম আব্দুল মুকিত লুলু হাজীর বড় ছেলে নুরুল হুদা, দক্ষিণভাগ বাজার বণিক সমিতির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল হক, ইউনিয়ন রক্ষা কমিটির সহ-সভাপতি জগদীশ চন্দ্র পাল, সাবেক ইউপি সদস্য ও বাজার বণিক সমিতির সাবেক সভাপতি সোনা মিয়া, সাবেক ফুটবলার আমির উদ্দিন, ইউপি সদস্য আজিজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম টেক্কা, সমাজসেবক আব্দুল বাছিত, নজমুল ইসলাম খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com