প্লেয়ারর্স এসোসিয়েশনের উদ্যোগে টিভি এন্ড টিভি ক্রিকেট টুর্ণামেন্টের

January 20, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কানিহাটি বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে কানিহাটি প্লেয়ারস্ এসোসিয়েশনের উদ্যোগে টিভি এন্ড টিভি ক্রিকেট টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের ৪র্থ খেলায় জয়লাভ করে ২য় রাউন্ডে পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ।
২০ জানুয়ারি বুধবার বিকাল ২ ঘটিকায় কানিহাটি হাইস্কুল মাঠে পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ বনাম পলকীছড়া সূর্য তরুন স্পোটিং ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় টসে জিতে ফিল্ডিংয়ের আমন্ত্রন জানায় পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজকে, ব্যাটিং এ নামে পলকীছড়া সূর্য তরুন স্পোটিং ক্লাব।
পাইকপাড়া এ আহাদ আধুনিক কলেজের অধিনায়ক সুমন মালাকার খেলার প্রথম ওভারে বল করার জন্য বল তোলেদেন মোঃ আবু বক্কর শাহ হাতে, বক্করের প্রথম বলেই ময়নুলের দূরদান্ত কেচের ম্যাধমে প্যাভেলিয়ানে ফিরেযান পলকীছড়া সূর্য তরুন স্পোটিং ক্লাবের ওপেনার ব্যাটস ম্যান জয়।
১৫ ওভারের খেলায় পলকীছড়া সূর্য তরুন স্পোটিং ক্লাবের সঞ্জয় ২০ বলে ২৫ রান, বসন্ত ৬ বলে ৬ রান, ১০ বলে ১২ রান, জামিল ৩ বলে ১ রান, সুমন ২৩ বলে ১৫ রান, অসিত ২১ বলে ২৬ রানে অপরাজিত থাকেন এবং সেজু ০ রানে আউট হলে দলীয় সংগ্রহ ১২৩ রান।
জবাবে পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ ১২৪ রানের টার্গেটে ব্যাটিং এ নেমে মুহাম্মদ ৩ বলে ৫ রান, ময়নুল ২৪ বলে ৩১ রানে অপরাজিত থাকেন, অধিনায়ক সমন মালাকার ৯ বলে ২৭ রান, নূরুজ্জামান ২৪ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন।
পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ একাদশের আবু বক্কর ১টি, নূরুজ্জামান ২টি, মোহাম্মদ ৩টি, তানবির ১টি উইকেট লাভ করে। ৮ উইকেটে জয়লাভ করে।
খেলায় পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ একাদশের নুরুজ্জামান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়ে আজকের খেলার সেরা পুরষ্কার লাভ করেন।পুরষ্কার প্রদান করেন মাহবুব আহমদ চৌধুরী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com