ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কুলাউড়ায় বিক্ষোভ

October 27, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে কুলাউড়ায় উপজেলা তালামীয ও পৌর তালামীযের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৭ অক্টোবর বিকেলে কুলাউড়া শহরে বিক্ষোভ মিছিল শেষে স্টেশন চৌমুহনীতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা তালামীযের সভাপতি এম আফজাল হোসেন সাজু’র সভাপতিত্বে ও পৌর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাহিন আহমেদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত হেনেছে। ফ্রান্স সরকারকে অবিলম্বে এ ধৃষ্টতাপূর্ণ ব্যঙ্গচিত্র প্রচারণা বন্ধ করতে হবে। অন্যথায় ফ্রান্সের বিরুদ্ধে সারাবিশ্বে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পড়বে এবং নবীপ্রেমিকরা ফ্রান্সের পণ্যবর্জন করতে বাধ্য হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com