ফ্রান্সে মহানবীর (সাঃ) ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে রাজনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

November 1, 2020,

শংকর দুলাল দেব॥ ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে মৌলভীবাজারের রাজনগরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১ নভেম্বর রোববার সকাল ১১ টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ মিছিল ও সমাবেশের আয়োজন করে উপজেলা অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি, রাজনগর।
সংগঠন সূত্র জানাযায়, ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় বিশ্বমানবতার প্রাণের স্পন্দন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় সারা বিশ্বের ইমানদার মুসলমানদের ন্যায় রাজনগরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা ‘অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির’ ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঘড়গাঁও টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ ক্বারী মোঃ শামছুল হক। অধ্যক্ষ মাও. আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন মাও. মোসলেহ উদ্দিন আমীরপুরী, মাও. আব্দুস সালাম তালুকদার, মাও. হুসাইন আহমদ বাহুবলী, মাও. আব্দুল আহাদ সিলেটি, মাও. হুসাইন আহমদ বানারাঐ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সের রাষ্ট্রীয় মদদে বিশ্বমানবতার প্রাণের স্পন্দন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্বের ইমানদার মুসলমানদের হৃদয়ে যে আঘাত করা হয়েছে এবং পবিত্র ধর্ম ইসলামের বিরোদ্ধে যে ধৃষ্টতা প্রদর্শন করা হয়েছে তার সমুচিত জবাব দিতে হবে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে। বক্তারা বলেন, প্রিয় নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন ইসলামের বিরোদ্ধে এক গভীর ষড়যন্ত্রের অশুভ ইঙ্গিত। বিশ্বের মুমিন মুসলমানরা বেঁচে থাকতে ইসলামের শত্রুদের ইসলাম বিরোধী এই অপতৎপরতা কোন দিনই বাস্তবায়ন হতে দেবে না। বক্তারা ফ্রান্সের সমস্ত পণ্য বয়কট করতে এবং ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশ পরবর্তী এক বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com