বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন : কর্মক্ষেত্রে শ্রেষ্টত্ব অর্জনে সম্মাননা

July 15, 2025,

আব্দুর রব : বড়লেখা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ১৪ জুলাই সোমবার নানা আয়োজনে পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস। এ উপলক্ষ্যে আলোচনা সভা এবং কর্মক্ষেত্রে শ্রেষ্টত্ব অর্জনকারীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সীমা সিদ্দিকার সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক ফারুক আহমদের সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কার্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রাক্তন শিক্ষক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের হিসাব সহকারি আবুল কালাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার সৌরভ গোস্বামী, বড়লেখা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম, ইউপি সদস্য আব্দুল হামিদ, সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, এনজিও সংস্থা ‘সীমান্তিক’র উপজেলা কো-অর্ডিনেটর রমজান আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা শ্রেষ্টত্বের পুরস্কারপ্রাপ্ত উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. নুরুল আলম রানা, শ্রেষ্ট পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মনোয়ারা বেগম, শ্রেষ্ট পরিবার পরিকল্পনা সহকারি রুমি রানী দাস, শ্রেষ্ট পরিবার পরিকল্পনা পরিদর্শক প্রীতম কান্তি দে, পরিবার পরিকল্পনা পরিদর্শক ময়নুল ইসলাম মাছুম প্রমুখ। পরিবার পরিকল্পনায় প্রতিষ্ঠান ক্যাটাগরিতে উপজেলার মধ্যে শ্রেষ্ট ইউনিয়ন নির্বাচিত হয়েছে বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com