বাংলাদেশ চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কমিটি ঘোষণা

July 1, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রথম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার ২৯ জুন শ্রীমঙ্গলে চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রথম জাতীয় সম্মেলনে কাউন্সিল অধিবেশনে সিলেটের খাদিম চা বাগানের সবুজ তাঁতীকে সভাপতি ও মৌলভীবাজারের কালিটি কৃষ্ণদাস অলমিককে সাধারণ সম্পাদক এবং হবিগঞ্জের লালচান্দ চা বাগানের সুমন মুন্ডাকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের জাতীয় সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।

এছাড়াও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মাহাবুব আলম, বিশিষ্ট বুদ্ধিজীবী ও সাংবাদিক সোহরাব হাসান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড ক্বাফী রতন, প্রেসিডিয়াম সদস্য কমরেড লায়েকুজ্জামান লায়েক, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড এস এ রসিদ, কমরেড খন্দকার লুৎফর রহমান, চা-শ্রমিকদের নতা এস এম শুভ ও কমরেড মনীষা ওয়াহিদসহ গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, উদীচী, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন পেশাজীবী ও গণ-সংগঠনের নেতৃবৃন্দরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com