বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে

May 19, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আফজাল হোসেনকে সভাপতি ও বাবর চৌধুরী কে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন শ্রীমঙ্গল উপজেলার প্রাক্তন ত্যাগী ছাত্রদলনেতা আমিরুল ইসলাম সামাদ।

সামাদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার সভাপতি ও সম্পাদকসহ অনান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে দলীয় আদর্শকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাবেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম  মুন্না  সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং যুক্তরাজ্য যুবদলের নবনির্বাচিত সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নবনির্বাচিত সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী জানান, যুক্তরাজ্য যুবদলের সকল কার্যক্রমকে আরও গতিশীল করে তুলতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান  ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের তারা কাজ করে যাবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com