বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আফজাল হোসেনকে সভাপতি ও বাবর চৌধুরী কে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন শ্রীমঙ্গল উপজেলার প্রাক্তন ত্যাগী ছাত্রদলনেতা আমিরুল ইসলাম সামাদ।
সামাদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার সভাপতি ও সম্পাদকসহ অনান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে দলীয় আদর্শকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাবেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং যুক্তরাজ্য যুবদলের নবনির্বাচিত সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নবনির্বাচিত সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী জানান, যুক্তরাজ্য যুবদলের সকল কার্যক্রমকে আরও গতিশীল করে তুলতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের তারা কাজ করে যাবেন।
মন্তব্য করুন