বাল্যবিবাহ থেকে মুক্তি পেলো কিশোরী ১০ হাজার টাকা জরিমানা

November 24, 2021,

স্টাফ রিপোর্টার॥ ৩৩৩ কলসেন্টার হতে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর তত্বাবধানে এবং সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেনের হস্তক্ষেপে দশম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।
মৌলভীবাজারের বড়লেখায় দাসেরবাজার ইউনিয়নের পুর্ব সংকরপুর গ্রামে সোমবার ২২ নভেম্বর সন্ধ্যা ৬ ঘটিকায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর মাধ্যমে ছাত্রীর পিতাকে ১০,০০০/=(দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এছাড়াও ভবিষ্যতে প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে মেয়েকে বিয়ে দিবেন না মর্মে উপস্থিত সকলের সামনে ছাত্রীর পিতা-মাতা লিখিত অঙ্গীকারনামা প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করেন বড়লেখা থানা পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com