বিদ্যুৎপৃষ্ট হয়ে কুলাউড়ায় একজনের মৃত্যু

October 2, 2021,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবাস মিয়া (৩৭) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সাতরা গ্রামের মৃত উসমান মিয়ার ছোট ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২ অক্টোবর শনিবার নিহত আবাস মিয়া দুপুরে ধান ক্ষেতে কাজ করতে যান। এসময় ধানক্ষেতে ছিড়ে পড়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মারা যান। এদিকে বিকেল আনুমানিক ৪ ঘটিকার সময় স্থানীয় বিদ্যুৎকর্মী গোপাল দেব নাথ বৈদ্যুতিক লাইনে মেরামত কাজ করতে গেলে আবাস মিয়ার লাশ পড়ে থাকতে দেখেন। তিনি বিষয়টি নিহতের পরিবার ও স্থানীয় লোকজনদের জানান।
স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com