বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মৌলভীবাজারে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

June 5, 2022,

স্টাফ রিপোর্টার॥ খনিজ জ্বালানীর ব্যবহার বন্ধ করুন,নবায়যোগ্য জ্বালানীর ব্যবহার নিশ্চিত করুন। এ শ্লোগান দিয়ে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সবুজ আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি এবং আলোচনা সভা।
রবিবার ৫ জুন সকাল ১১ ঘটিকায় মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সংগঠনের যুগ্ম আহবায়ক দুরুদ আহমেদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমেদ, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির জেলা শাখার সভাপতি সালেহ আহমদ সেলিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের কার্যনিবার্হী সদস্য জাতীয় দৈনিক খবরপত্র জেলা প্রতিনিধি, শ. ই সরকার জগলু, এম,মুহিবুর রহমান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন সোসাইটি, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার ২৪ ডটকম এর সম্পাদক, মাহবুবুর রহমান রাহেল, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন, সাংবাদিক মামুনুর রশীদ চৌধুরী মসু, সাংবাদিক এম এ কাইয়ুম সুলতান, সাংবাদিক সেকুল ইসলাম তালুকদার, সাংবাদিক জাকির হোসেন,, সমাজ কর্মী ও সাংবাদিক চৌধুরী মোঃ মেরাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল ইসলাম সোহেল, সমাজসেবক শেখ ফয়েজ আলী, নারী উদ্যোক্তা রীণা সরকার, মিতালী দাশ, নীলা প্রমুখ। এসময় শতাধিক নারী পুরুষের মধ্যে ফলজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com