বুধবার মৌলভীবাজার সহ সিলেটের ৪ জেলায় যুবদলের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল

স্টাফ রিপোর্টার॥ বিএনপির ডাকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচির শুরুতে প্রথম দিনই গাড়ি চাপা দিয়ে গ্রেফতারের পর পুলিশী হেফাজতে নিহত গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জিলু আহমদ দিলুর মৃত্যুর প্রতিবাদে বুধবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে যুবদলের কেন্দ্রীয় সংসদ। যুবদলের ডাকা এই হরতাল কর্মসূচিতে একাত্মতা পোষন করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান হরতালের প্রতি পূর্ণ সমর্থন জানান।
বিএনপির ডাকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচির শুরুতে প্রথম দিনই গাড়ি চাপা দিয়ে গ্রেফতারের পর পুলিশী হেফাজতে নির্মমভাবে নিহত গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জিলু আহমদ দিলুর মৃত্যুর প্রতিবাদে এবং সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মুনসুর শওকতসহ সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় গ্রেফতারকৃত যুবদলের নেতা কর্মীর মুক্তির দাবিতে বুধবার ১ নভেম্বর সকাল সন্ধ্যা হরতাল পালন করবে মৌলভীবাজার জেলা যুবদল।
যুবদলের ডাকা এই হরতাল কর্মসূচিতে একাত্মতা পোষন করেছে বিএনপি ও সহযোগি সংগঠন। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (সিলেট বিভাগ) জাকির হোসেন উজ্জ্বল ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত এর পক্ষ থেকে এই হরতালকে সর্বাত্মকভাবে সফল করার জন্য দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণকে অনুরোধ জানান। সেই সাথে তারা মৌলভীবাজার জেলা যুবদলের পক্ষ থেকে এই হত্যা ও গণহারে যুবদলের নেতা কর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মন্তব্য করুন