বেলাগাঁও কণ্টিনালা যুব ও সমাজকল্যাণ এর উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের কণ্টিনালা যুব ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে টিভি এন্ড এন্ড্রয়েড মোবাইল নক আউট ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১২ ফেব্রুয়ারী শুক্রবার রাত ১০টায় অনুষ্ঠিত খেলাটির শুরুতে পরিষদের সভাপতি মানিক মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্যে প্রধান অতিথির বক্তব্য দেন জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশীদ সাজু, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবীব, লিয়াকত আলী, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জমির আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, খেলাধুলা হলো তরুণ সমাজকে মাদকমুক্ত করতে সহায়ক পন্থা। বেলাগাঁও কণ্টিনালা যুব ও সমাজকল্যাণ পরিষদকে আহ্বান জানাচ্ছি, তারা যেন ঐক্যবদ্ধভাবে মাদকমুক্ত সমাজ গড়ার প্রয়াস গ্রহণ করেন। গত ২৫ শে জানুয়ারী উদ্ভোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়ে মোট ১৬ দলের অংশগ্রহণে খেলাটি অনুষ্ঠিত হয়। তন্মধ্যে ফাইনালে ৫ সেটের খেলায় ৩-০ সেটে টিটু এন্ড মিন্টু বেলাগাঁও মাঈন উদ্দিন বাড়ি দল’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নাবিল আদরিন আফরিন জুটি। খেলা শেষে পুরষ্কার ও মানবজমিন প্রতিনিধিসহ অতিথিদের’
মন্তব্য করুন