বড়লেখার বর্ণি ইউনিয়ন নৌকার কান্ডারী হতে চান আ’লীগ নেতা মোহিত

March 1, 2021,

আব্দুর রব॥ বড়লেখার বর্ণি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার কান্ডারী হতে চান সাবেক যুবলীগ-ছাত্রলীগ ও বর্তমান আ’লীগ নেতা মো. আব্দুল মোহিত। এছাড়াও তিনি উপজেলা তাঁতীলীগ ও উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
আসন্ন ইউপি নির্বাচনে নৌকার কান্ডারী হতে ইচ্ছুক আ’লীগ নেতা আব্দুল মোহিত জানান, তৎকালীন স্বৈরাচার এরশাদ ও চারদলীয় জোট সরকার বিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভুমিকা রাখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রাম হবে শহর’ ঘোষণায় জনপ্রতিনিধি হতে উদ্বুদ্ধ হন। তৃণমুলে আ’লীগের উন্নয়ন-রূপকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সৈনিক হয়ে জনগণের কাজ করতে চান। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারীর বিএনপির প্রহসনের জাতীয় সংসদ নির্বাচনে বর্ণি ইউপির প্রত্যেক ভোটকেন্দ্রের ভোটারহীন নির্বাচন প্রতিহতে, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চার দলীয় জোট সরকারের জঙ্গীবাদ ও বোমা সন্ত্রাসের বিরুদ্ধে আ’লীগ আয়োজিত সকল আন্দোলন সংগ্রামে, ১/১১ পরবর্তী অবৈধ সরকার কর্তৃক আটক জননেত্রী শেখ হাসিনার মুক্তির আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। যৌথ বাহিনীর গ্রেফতার এড়াতে দীর্ঘদিন পালিয়ে থাকেন। ১৯৮৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে তার ভোটকেন্দ্র ফকিরবাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি নৌকার এজেন্ট ছিলেন। আ’লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী দায়িত্ব পালন কালিন কয়েক বার রাজনৈতিক প্রতিপক্ষের সন্ত্রাসীরা ভোটকেন্দ্রে তাকে হত্যার চেষ্টা করেছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতির সাথে ব্যবসা-বাণিজ্য করে সংসার চালান। এলাকাবাসীর সহযোগিতায় এলাকায় প্রতিষ্ঠা করেছেন প্রাইমারী স্কুল, মডেল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। সর্বস্থরের জনগণের যে কোন দুর্যোগ ও বিপদ-আপদে সাধ্য অনুযায়ী ব্যক্তিগত সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ান। বিশ্বব্যাপি মহামারী কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে টানা ত্রাণ বিতরণ করেছেন। সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মোহিত বলেন, তার দলীয় কর্মী-সমর্থকরা মনে করেন আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদটি আ’লীগের ধরে রাখতে তাকেই নৌকার কান্ডারী করতে হবে। দলীয় সমর্থক ও ভোটারদের অনুপ্রেরণায় তিনি নৌকার চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। আশা করছেন দলের নীতি-নির্ধারণী মহল তাকেই দলীয় প্রার্থী মনোনয়ন করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com