বড়লেখায় ইউপি নির্বাচনে বিএনপির ৬ চেয়ারম্যান প্রার্থী মাঠে সক্রিয়

November 10, 2021,

বড়লেখা প্রতিনিধি তৃতীয় ধাপের ইউনিয়ন নির্বাচনে বিএনপি ভোট বর্জনের ঘোষণা দিলেও বড়লেখার ১০ ইউনিয়নের ৬টিতে বিএনপি’র চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। ৪ ইউনিয়নে বিএনপির কোনো নেতা প্রার্থী হননি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা না থাকায় দলটি বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না। তবে ভোট বর্জনের এমন ঘোষণা দিলেও মাঠের চিত্র পুরো উল্টো। ধানের শীষ না থাকলেও ভোটের মাঠে ঠিকই সক্রিয় রয়েছেন নেতাকর্মীরা। বিএনপির ভোট ব্যাংক সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কেউ মাঠ ছাড়ার পক্ষে নেই। দলের কেন্দ্র থেকেও এমন সংকেত রয়েছে। ফলে যেখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেখানে জয়ের মুকুট ছিনিয়ে আনার ব্যাপারে বিএনপি প্রার্থীরা আশাবাদী।

তৃতীয় ধাপের নির্বাচনে প্রতীক বরাদ্দ না হলেও বড়লেখার ৬ ইউনিয়নে ৬জন বিএনপির বিদ্রোহী প্রার্থী প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এদের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি থেকে শুরু করে রয়েছেন ইউনিয়ন কমিটির পদবীধারী নেতারাও। বিএনপির এসব চেয়ারম্যান প্রার্থীর প্রচারণার সঙ্গী হয়েছেন অনেক পদপদবীধারী নেতা। দল নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা নির্বাচন করছেন। দলীয় নির্দেশনা অমান্য করে প্রার্থী হলেও এসব চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে এখনো বিএনপি কোনো ব্যবস্থা নেয়নি।

জানা গেছে, উপজেলার বর্ণি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন। নিজ বাহাদুরপুর ইউনিয়নে উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন। দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুছ স্বপন, তালিমপুর ইউপিতে উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। দক্ষিণভাগ উত্তর ইউপিতে উপজেলা বিএনপির সহসভাপতি ময়নুল হক, সুজানগর ইউপিতে উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com