বড়লেখায় উপজেলা স্কাউটসের ষষ্ঠ ত্রৈবার্ষিক কাউন্সিল

September 19, 2020,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা স্কাউটসের ৬ষ্ঠ ত্রৈবার্ষিক কউন্সিল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু।
উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটসের উপজেলা সভাপতি মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিল সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কাউটস কমিশনার মো. ছয়ফুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন, স্কাউটসের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা সহকারী পরিচালক আবে হায়াত হাসান, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. ফয়জুর রহমান, জেলা স্কাউটস লিডার ফয়জুর রহমান প্রমুখ। সভা শেষে কাউন্সিল অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com