বড়লেখায় কৃষকদের মাঝে সার বীজ ও কম্বাইন হার্ভেস্টার মেশিন বিতরণ
November 1, 2021,

আব্দুর র॥ বড়লেখায় ১ নভেম্বর সোমবার দুপুরে ১১৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ ও ৩ জন কৃষককে সরকারের দেয়া ভর্তুকি মূল্যে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৩টি হার্ভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।
ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকারের সঞ্চালনায় সার, বীজ বিতরণ ও হার্ভেস্টার মেশিন হস্তান্তর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন, উপজেলা খাদ্য কর্মকর্তা মোস্তাক আহমদ, সাংবাদিক আব্দুর রব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম হোসেন, সুবিনয় চন্দ্র দাস, সালেহ আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, কৃষক সাহীন ইসলাম, মিন্টু বিশ্বাস, পৃথ্বীশ দাস প্রমুখ।
মন্তব্য করুন