বড়লেখায় জাগরণ সমাজকল্যাণ যুব সংঘের কমিটি গঠন

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়নের ঐতিহ্যবাহি সমাজসেবী সংগঠন জাগরণ সমাজ কল্যাণ যুব সংঘের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ১৩ জুন শনিবার রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিতে পুনরায় সভাপতি মনোনীত হয়েছেন শাহরিয়ার জামান খালেদ ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আব্দুল মুকিত ফাহিম।
কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন এমদাদুর রাজ্জাক রাব্বি, অর্থ স¤পাদক হয়েছেন ফরহাদ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন সামছ উদ্দিন সমছ। পরবর্তীতে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সভায় জানানো হয়েছে।
প্রসঙ্গত, জাগরণ সমাজ কল্যাণ যুব সংঘ ২০০৩ সালের ২৫ জানুয়ারি ‘ঐক্য, শান্তি, সমৃদ্ধি’ স্লোগান নিয়ে গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংগঠনটি। মানবসেবায় এরই মধ্যে সংগঠনটি ১৭ বছর পেরিয়েছে।
মন্তব্য করুন