বড়লেখায় ঢাকা ফেরত যুবকের করোনা নেগেটিভ: এলাকায় স্বস্তি

May 9, 2020,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার দাসেরবাজার এলাকায় ঢাকা ফেরত সেই যুবকের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে । শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। উপজেলার উত্তর লঘাটি গ্রামের ওই যুবক ৫ রমজান নিজ বাড়িতে আসেন। করোনা সন্দেহে এলাকায় তোলপাড় শুরু হয়। গ্রামের লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে ৩০ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল।
জানা গেছে, বড়লেখার দাসেরবাজার ইউনিয়নের উত্তর লঘাটি গ্রামের জয়নাল আবেদিনের ছেলে হাসান আহমদ (২২) ঢাকায় সানরাইজ মার্কেটিং এজেন্সিতে কর্মরত ছিলেন। তিনি ১ রমজান তার মামার বাড়ি কুলাউড়া উত্তর লস্করপুর আসেন। সেখান থেকে ৫ রমজান নিজ বাড়িতে আসেন। এতে করোনা সন্দেহে এলাকায় তোলপাড় শুরু হয়। মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা প্রশাসন তাকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন। পরদিন উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে তার নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসে। এতে এলাকাবাসীর মধ্যে অনেকটা স্বস্তি দেখা দিয়েছে।
এ বিষয়ে হাসান আহমদের পিতা জয়নাল আবেদিন জানান আমার ছেলে ঢাকা থেকে বাড়িতে আসায় আমরা ও এলাকাবাসী করোনা সন্দেহে আতংকিত হয়ে পড়ি। তবে আমরা তার সংস্পর্শে না থেকে তাকে আলাদা থাকার ব্যবস্থা করি। আমার ছেলের শরীরে কোন লক্ষণ না থাকার পরেও এলাকার লোকজন এটা নিয়ে নানা কথা তোলে। পরে উপজেলা হাসপাতালে যোগাযোগ করলে তারা নমুনা সংগ্রহের জন্য পাঠাতে বলেন। পরের দিন বাইসাইকেলে করে তাকে হাসপাতালে পাঠাই। শুক্রবার জেনেছি পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস জানান, ওই ব্যক্তির শরীরে লক্ষণ না থাকার পরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com