বড়লেখায় তরুণের রহস্যজনক মৃত্যু

March 6, 2021,

আব্দুর রব॥ বড়লেখায় মুমিনুল ইসলাম (১৮) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু ঘটেছে। পরিবারের দাবী সে বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির ভবানীপুর গ্রামের মৃত খাত্তান আলীর ছেলে। ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে নিহতের লাশ দাফন সম্পন্ন হয়েছে। স্বজনরা আত্মহত্যার কারণ নিশ্চিত না করায় তরুণের মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি ।
নিহতের পারিবারিক ও হাসপাতাল সুত্রে জানা গেছে, ৪ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ শয়নকক্ষে বিষপান করে মুমিনুল ইসলাম (১৮)। গুরুতর অবস্থায় স্বজনরা তাকে পার্শবর্তী বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কি কারণে তরুণ মুমিনুল ইসলাম বিষপান করেছেন স্বজনদের কেউ তা নিশ্চিত করতে পারেননি। এতে তরুণের মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি।
এদিকে সিলেট কোতোয়ালী থানায় নিহতের ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে গ্রামের সার্বজনিন গোরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক খুরশেদ আলম জানান, স্বজনদের দাবী বিষপানে মুমিনুল ইসলাম আত্মহত্যা করেছে। সিলেট কোতোয়ালী থানায় ময়না তদন্ত শেষে পুলিশ তার লাশ হস্তান্তর করেছে। শুক্রবার রাতে লাশ দাফনও সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com