বড়লেখায় ধর্ষণে ব্যর্থ হয়ে স্বামী পরিত্যক্তাকে অমানষিক নির্যাতন

May 23, 2017,

বিশেষ প্রতিনিধি॥ বড়লেখায় ধর্ষণে ব্যর্থ হয়ে চল্লিশোর্ধ স্বামী পরিত্যক্তা মহিলাকে অমানষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় সদর ইউনিয়নের উত্তর ডিমাই ওসমানীবাজার গ্রামে এ ঘটনাটি ঘটেছে। রাতেই নির্যাতিত মহিলাকে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
২১ মে রোববার দুপুরে নির্যাতিতা মহিলা ঘটনাকারী কমর উদ্দিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। নির্যাতিত মহিলা, তার স্বজন ও হাসপাতাল সুত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে স্বামী পরিত্যক্তা (৪০) মহিলার পাশের ঘরের হাছিব আলীর ছেলে ৪ সন্তানের জনক কমর উদ্দিন (৪০) ঘরের আঙ্গিনায় তাকে একা পেয়ে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির পর্যায়ে উক্ত মহিলা নিজের সম্ভ্রম রক্ষা করতে পারলেও ধর্ষণ চেষ্টাকারী কমর উদ্দিন তাকে বেধড়ক পিটিয়ে শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম করে। স্বজনরা বাড়ি ফিরে তাকে কাতরাতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় ওয়ার্ড মেম্বার সৈয়দ লুৎফুর রহমান জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং হাসপাতলে গিয়ে নির্যাতিত মহিলাকে দেখেছেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com