বড়লেখায় নিঁখোজের ১ দিন পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

July 27, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় নিখোঁজের এক দিন পর সোমবার সকালে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রামের ডোবা থেকে দ্বিতীয় শ্রেণীর এক শিশু শিক্ষাথীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই শিশুর নাম রাব্বি আহমদ (৯)। সে গ্রামের কবির আহমদের ছেলে।

জানা গেছে, রাব্বি রোববার ২৬ জুলাই দুপুর থেকে নিখোঁজ ছিল। স্বজনরা তাকে বিভিন্নস্থানে খুঁজে না পেয়ে রাতে বিষয়টি থানা পুলিশকে জানান। সোমবার সকালে স্বজনরা বাড়ির পাশের একটি ডোবায় তার লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তার লাশ উদ্ধার করে। ধরাণ করা হচ্ছে, বাড়ির পাশের ডোবায় ভেলায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে রাব্বির মৃত্যু হয়েছে।

থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, শিশুটি পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। শিশুটির পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে চাইছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনুমতি পেলে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com