বড়লেখায় বৃদ্ধ ও প্রবাসী যুবকের লাশ উদ্ধার

July 29, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় সমেত মিয়া (৬০) নামে এক বৃদ্ধের ও আবু বকর (২৭) নামে এক প্রবাসীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ বৃদ্ধ ও প্রবাসীর লাশ দুটি উদ্ধার করেছে। ২৯ জুলাই বুধবার বেলা দুইটার দিকে পৌরশহরের পাখিয়ালা থেকে বৃদ্ধের এবং দুপুর দেড়টায় উপজেলার দাসেরবাজার ইউনিয়নের আদমপুর বাদেজঙ্গল গ্রাম থেকে প্রবাসীর লাশ উদ্ধার করে পুলিশ। এব্যাপারে থানায় পৃথক অপমৃত্যু মামলা এবং ময়না তদন্তের জন্য লাশ দুটি বিকেলে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, বুধবার দুপুরে পৌরশহরের পাখিয়ালা ঈদগাহর পাশে স্থানীয় লোকজন এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি থানা-পুলিশকে জানান। খবর  পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। এসময় নিহত ব্যক্তির পকেট থেকে ভিক্ষার টাকা ও একটি ব্যাগে কিছু চাল পাওয়া যায়। পরে পরিচয় মিলে নিহত বৃদ্ধের নাম সমেত আলী। তিনি উপজেলার মোহাম্মদনগর গ্রামের মৃত সিদেক আলীর ছেলে।

অপরদিকে প্রবাস থেকে দেশে ফিরেই লাশ হলেন আবু বকর। দীর্ঘদিন তিনি কাতারে ছিলেন। ছুটি পেয়ে মঙ্গলবার ২৮ জুলাই দুপুরে দেশে ফিরেন। রাতে পরিবারের সবার সাথে খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যান। বুধবার সকালে তার কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। খবর পেয়ে বেলা দেড়টায় পুলিশ তার লাশ উদ্ধার করে। প্রবাসীর মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।

থানার এসআই হযরত আলী ও এসআই কৃষ্ণ মোহন দেবনাথ জানান, আবু বকর দীর্ঘদিন কাতারে ছিলেন। মঙ্গলবার বাড়িতে এসেছেন। তার পরিবার জানিয়েছে, দীর্ঘদিন থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। একারণে তিনি আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অপর লাশের পকেটে ভিক্ষার টাকা ও একটি ব্যাগ পাওয়া গেছে। দেহে আঘাতের কোন চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হার্ট এ্যাটাকে তিনি মারা গেছেন। এ লাশটিও মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com