বড়লেখায় রাজপথে হঠাৎ ছাত্রশিবিরের বিশাল মিছিল !

February 6, 2021,

আব্দুর রব বড়লেখার রাজপথে ৬ ফেব্রুয়ারী শনিবার হঠাৎ করেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা মিছিল করেছে। দলটির ৪৪ তম প্রতষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুলিশের চোখ এড়িয়ে পৌরশহরে  নেতাকর্মীরা মিছিলের আয়োজন করেছে। জেলা ছাত্রশিবিরের সভাপতির নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে শিবিরের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

মিছিলটি পৌরশহরের আলভিন রেস্টুরেন্টের সামনে থেকে শুরু হয়ে উত্তর বাজারের ডাক বাংলো মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আলা উদ্দিন বলেন, ছাত্রশিবিরের বহু নেতাকর্মী শহীদ হয়েছেন, গুম হয়েছেন তারপরও ছাত্রশিবির তার কার্যক্রম থেকে একদিনের জন্যও পিছিয়ে যায়নি। আগামী দিনেও কোন কার্যক্রম থেকে পিছপা হবে না। ছাত্রশিবির তার আপন গতিতে এগিয়ে যাবে। কোন অপশক্তি ছাত্রশিবিরের কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com